নোয়াখালীতে ১০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর উচ্চবিদ্যালয় অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। গতকাল রাতেছবি: প্রথম আলো

বন্যাদুর্গত মানুষের মধে৵ ত্রাণসামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করেছে প্রথম আলো ট্রাস্ট। কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেওয়া অসহায় ১০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। নোয়াখালী বন্ধুসভার বন্ধুদের সহায়তায় ত্রাণ বিতরণের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

নোয়াখালী বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ প্রথম আলোকে বলেন, জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। বন্যার্ত মানুষকে শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষাকেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষেরা খাবারের প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছেন। তাই প্রথম আলো ট্রাস্টের সহায়তায় বন্ধুসভা নোয়াখালীতে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। শুরুতে গতকাল রাতে বেগমগঞ্জের একলাশপুর উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেওয়া ১০০ পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে চাল, মসুর ডাল, মোমবাতি, চিড়া, মুড়ি, গুড়, দিয়াশলাই, খাওয়ার স্যালাইন, বোতলজাত পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

বন্ধুসভার মাধ্যমে দেশ ও দেশের বাইরের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রায় চার লাখ টাকা সহায়তা দিয়েছেন। এর মধ্যে সাব্বির রহমান তানিম ৫০ হাজার এবং আইসিডিডিআরবির একটি ইউনিটের সহকর্মীরা মিলে ৪০ হাজার টাকা পাঠিয়েছেন। এ ছাড়া সানকুইকের পক্ষ থেকে দুই হাজার বোতলজাত জুস, স্কয়ার এক হাজার সেনোরা স্যানিটারি ন্যাপকিন, বেশ কয়েকজন প্রায় ২০০ প্যাকেট শুকনো খাবার, শিশুদের পোশাকসহ নানাসামগ্রী প্রদান করেছেন। 

আজ শুক্রবার ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের অন্তত এক হাজার পরিবারের কাছে এসব সামগ্রীসহ শুকনো খাবার, পানি ও স্যালাইন পৌঁছে দেবেন বন্ধুসভার সদস্যরা।

বন্যার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন

হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ ত্রাণ তহবিল। হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪, ঢাকা ব্যাংক পিএলসি, কারওয়ান বাজার শাখা, ঢাকা

অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।