বাগেরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন নছিমনচালক

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় গরুবাহী নছিমন (শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যান) উল্টে এর চালক নিহত হয়েছেন। এ সময় ওই নছিমনে থাকা তিনটি গরু মারা যায়। আজ শুক্রবার সকালে উপজেলার পাগলা শ্যামপুর এলাকার খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম ফজর আলী (২৭)। তিনি চিতলমারী উপজেলার বারাসিয়া গ্রামের নিজাম উদ্দিন শেখের ছেলে। এ ঘটনায় নছিমনে থাকা আরও দুজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন একই এলাকার আবদুল হক সরদার (৬০) ও তাঁর ছেলে মো. শাহাদত (৩০)। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় গরু ব্যবসায়ী আবদুল হক সরদার ও তাঁর ছেলে পাঁচটি গরু নিয়ে চিতলমারী থেকে ফকিরহাট উপজেলার বেতাগা বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন। পথে পাগলা শ্যামপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক নছিমনটিকে ধাক্কা দেয়। এতে নছিমনটি উল্টে খাদে পড়ে গেলে চালক ফজর আলী ঘটনাস্থলে নিহত হন। এ সময় নছিমনে থাকা পাঁচটি গরুর মধ্যে তিনটি গরু মারা যায়।

পরে স্থানীয় লোকজন আবদুল হক সরদার ও তাঁর ছেলে শাহাদতকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

জানতে চাইলে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শেখ আবুল হাসান বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এদিকে নিহত চালকের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।