গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল যুবকের মস্তকহীন লাশ

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে অপহরণের পাঁচ দিন পর বনের ভেতর পাওয়া গেছে এক কিশোরের মস্তকবিচ্ছিন্ন লাশ। আজ রোববার বিকেল পাঁচটায় উপজেলার কর্ণপুর গ্রামে শালবনের ভেতর লাশটির সন্ধান মেলে। ২৬ সেপ্টেম্বর সে অপহৃত হয়। রামিমুল হাসান ওরফে বিজয় (১৪)। সে শ্রীপুরের চন্নাপাড়া ব্যাপারীবাড়ি এলাকার রোমান ব্যাপারীর ছেলে।

লাশ উদ্ধারের পর স্বজনেরা রামিমুলের পরিচয় শনাক্ত করেছেন। সে একটি কিন্ডারগার্টেনে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত। ২৬ সেপ্টেম্বর বিকেলে সে অপহৃত হয়। এ ঘটনায় শিশুটির চাচা, প্রতিবেশী ও আরও কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অপহরণের পর তাঁদের তথ্যপ্রযুক্তির সহায়তায় আটক করা হয়। নিখোঁজের পরপরই শিশুর এক চাচা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

শিশুর স্বজন ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আজ রোববার বিকেলে কর্ণপুরের একটি শালবনের ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ওই গন্ধের উৎস খুঁজতে গিয়ে বনের গহিনে মাথাবিচ্ছিন্ন একটি লাশ পাওয়া যায়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

রামিমুলের বাবা রোমান ব্যাপারীর জানান, ২৬ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পরদিন একটি মুঠোফোন নম্বর থেকে তাঁকে ফোন দেওয়া হয়। ফোন করে তাঁর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা নিয়ে রোমানবে সুসং দুর্গাপুরের একটি এলাকায় যাওয়ার জন্য বলা হয়। এর পর থেকে ওই মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।  

গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে বনের ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটি চাঞ্চল্যকর ঘটনা। সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার বিস্তারিত জানানো হবে।