রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধস, মারিশ্যা–দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সঙ্গে জেলা সদরসহ ঢাকা–চট্টগ্রামে সড়কপথে যোগাযোগের একমাত্র পথ মারিশ্যা–দীঘিনালা সড়ক। আজ সোমবার ভোরে বাঘাইছড়িতে এই সড়কের ১২ কিলো এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত থেকে ওই এলাকায় বৃষ্টি হয়। বৃষ্টির কারণে ভোরে ১২ কিলো এলাকায় পাহাড়ধসের ঘটনাটি ঘটে। এতে সকালে সড়কের দুই দিকে আটকা পড়ে অনেক যানবাহন। সড়কে ধসে পড়া মাটি সরাতে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থলে লোকবল পাঠানো হয়েছে। তবে মাটি সরাতে দুপুর নাগাদ সময় লাগতে পারে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।
পাহাড়ধসের কারণে সড়কটিতে যানবাহন নিয়ে আটকা পড়েছেন একটি মিনিট্রাকের চালক মো. হায়দার আলী। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি দীঘিনালা থেকে বাঘাইছড়ি যাচ্ছি। সড়কে পাহাড় ধসে পড়ার বিষয়টি জানতাম না। এখন ১২ কিলো এলাকায় এসে আটকা পড়েছি। সড়কে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।’
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান সকাল ১০টার দিকে প্রথম আলোকে বলেন, বাঘাইছড়িতে মারিশ্যা-দীঘিনালা সড়কে পাহাড়ধসে যানচলাচল বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে সেখানে শ্রমিকেরা ধসে পড়া মাটি সরানোর কাজ করছেন। আশা করা যায়, দু–এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।