নরসিংদীতে চলছে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব

নরসিংদী শহরের ভেলানগর এলাকার নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস (এনকেএম) মিলনায়তনে চলছে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব
ছবি: প্রথম আলো

‘যোগ দাও যুক্তির মেলায়’ স্লোগানে নরসিংদীতে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব চলছে। আজ শনিবার সকাল ১০টার দিকে শহরের ভেলানগর এলাকার নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস (এনকেএম) মিলনায়তনে দিনব্যাপী এই উৎসবের শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া বিতর্ক উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ইমন হোসেন।

উপস্থিত কোমলমতি বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে প্রধান শিক্ষক ইমন হোসেন বলেন, ‘উৎসবে জেলার সব কটি উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের সেরা বিতার্কিকেরা অংশ নিচ্ছে বলে জেনেছি। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এই বিতর্ক আয়োজনের মাধ্যমে আমরা আরও শাণিত হব।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তর্কের খাতিরে তর্ক হবে। যেহেতু এটি প্রতিযোগিতা নয়, উৎসব, তাই এখানে হারজিত বড় কথা নয়। যে দল চ্যাম্পিয়ন হবে, তাদের জন্য অগ্রিম শুভকামনা।

নরসিংদী প্রথম আলো বন্ধুসভার সভাপতি প্রলয় জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের সমন্বয়ক সাইদুজ্জামান রওশন। এ সময় তিনি শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান। উৎসবে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রণব কুমার দেবনাথ।

সাইদুজ্জামান রওশন তাঁর বক্তব্যে বলেন, আজকের কিশোর-কিশোরীরা আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য সুস্থ মন নিয়ে বেড়ে উঠতে হবে। মাদক যেমন মানুষের মনকে ধ্বংস করে দেয়, তেমনই শরীরকেও ধ্বংস করে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

বিতর্ক উৎসবে নরসিংদীর ৬ উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রতিটি স্কুল থেকে চারজন করে বিতার্কিক ও কুইজে ছয়জন অংশ নেয়
ছবি: প্রথম আলো

বিতর্ক উৎসবে নরসিংদীর ৬ উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রতিটি স্কুল থেকে চারজন করে বিতার্কিক ও কুইজে ছয়জন অংশ নেয়। এখান থেকে বিজয়ী দল ঢাকায় জাতীয় পর্বের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেবে। বিকেলে বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে। পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। প্রচার সহযোগী হিসেবে আছে নাগরিক টেলিভিশন।

আজকের বিতর্কে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ, নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতন, নরসিংদী পাইলট উচ্চবিদ্যালয়, ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি বিদ্যালয়, ব্রাহ্মন্দী গার্লস হাইস্কুল, নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস, নরসিংদী বিয়াম জিলা স্কুল, ঘোড়াশাল পাইলট উচ্চবিদ্যালয়, জনতা আদর্শ বিদ্যাপীঠ, মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়, বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাইস্কুল, গুলেস্তা-হাফিজ মেমোরিয়াল ইনস্টিটিউট, পুটিয়া উচ্চবিদ্যালয়, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল ও প্রাণ-আরএফএল পাবলিক স্কুল।

বিতর্কের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন শহরের বিভিন্ন কলেজের শিক্ষক ও নরসিংদী সরকারি কলেজের ডিবেটিং সোসাইটির সদস্যরা। তাঁরা হলেন মঈনুল ইসলাম, এস এইচ মিলন, হলধর দাস, নাজমুল আলম, মাইনুল রহমান খান, আল আমিন, মনোয়ারা স্মৃতি, সৈয়দা সুমাইয়া, জান্নাতুল মিশু, সুমাইয়া ইসলাম, ইসরাত জাহান, মুক্তা বেগম, শাকিল আহমেদ, ফারজানা আফরোজ, রায়হান মিয়া, সৌরভ দেবনাথ, আকিদুল ইসলাম, ফারহানা উম্মে সায়মা, সুমা রানী দাস, ইউনুস আলী প্রমুখ।