চলন্ত বাসে নারী আইনজীবীর গলার চেইন ছিনতাই
চট্টগ্রামে চলন্ত বাসে এক নারী আইনজীবীর গলার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে নগরের কোতোয়ালি থানার স্টেশন রোডের ফলমন্ডির সামনে ৬ নম্বর রুটের একটি বাসে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী আইনজীবী শেফায়েতুন নেছা প্রথম আলোকে বলেন, নগরের পতেঙ্গা কাঠগড়ের বাসা থেকে চট্টগ্রাম আদালতে আসার জন্য টাইগারপাস মোড়ে নামেন মেট্রো প্রভাতি বাস থেকে। সেখান থেকে ৬ নম্বর রুটের বাসে করে আদালত ভবনের উদ্দেশ্যে রওনা হন। চালকের পেছনের আসনে বসেন তিনি। বাসটি স্টেশন রোডের ফলমন্ডি এলাকায় পৌঁছালে সেখান থেকে ছয় থেকে সাতজন লোক ওঠেন। তাঁরা চালকের আসনের পেছনে দাঁড়িয়ে থাকেন। এরই মধ্যে একজন আইনজীবীর গলায় থাকা সোনার চেইন টান মেরে বাস থেকে নেমে দৌড় দেন। চিৎকার করে ছিনতাইকারীদের ধরতে নামার চেষ্টা করেন। কিন্তু আগ থেকে ওঠা ছিনতাইকারীর বাকি সহযোগীরা তাঁকে নামতে দেননি। একপর্যায়ে সবাই বাস থেকে নেমে যান। চালক ওই জায়গায় বাস ধীরে চালাচ্ছিলেন যাতে ছিনতাইকারীরা বাস থেকে নেমে যেতে পারেন।
আইনজীবী আরও বলেন, ঘটনার পরপরই পুলিশকে জানানো হয়। পরে পুলিশ নগরের কোতোয়ালি মোড় থেকে চালক ও সহকারীকে আটক করে থানায় নিয়ে যায়। থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাসে অন্য যাত্রী ছিলেন কি না প্রশ্নের উত্তরে আইনজীবী শেফায়েতুন নেছা বলেন, আরও কয়েকজন যাত্রী ছিলেন, তবে কেউ প্রতিবাদ করেননি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম প্রথম আলোকে বলেন, চালক ও তাঁর সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িত ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগে গতকাল মঙ্গলবার নগরের ডবলমুরিং থানার বারিক বিল্ডিং এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন থানার দুই এসআই। তাঁরা হলেন মো. আহলাত ইবনে জামিল ও মো. নজরুল ইসলাম।