রেস্তোরাঁয় বেগুনি নিয়ে কথা-কাটাকাটি, শিক্ষার্থী ও এলাকাবাসীর পাল্টাপাল্টি হামলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেস্তোরাঁয় শিক্ষার্থীদের ভাঙ্চুর
ছবি: প্রথম আলো

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। রেস্তোরাঁয় বেগুনি নিয়ে কথা–কাটাকাটির জের ধরে গতকাল রোববার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়–সংলগ্ন এলাকা ও ক্যাম্পাসে কয়েক দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলাকাবাসীর হামলা।
ছবি: ভিডিও থেকে নেওয়া

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল ইফতারের আগে সারেং নামের স্থানীয় একটি রেস্তোরাঁ থেকে বেগুনি কিনে নিয়ে যান কয়েক শিক্ষার্থী। ইফতারের পর তাঁরা ওই রেস্তোরাঁয় গিয়ে জানান, বেগুনিগুলো ভালো ছিল না। এ নিয়ে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের কথা–কাটাকাটি হয়। পরে প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যান।

এরপর রাত প্রায় ১১টার দিকে বিশ্ববিদ্যালয়–সংলগ্ন এলাকার বাসিন্দারা একজোট হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা করেন। তাঁরা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে হলের একাধিক কক্ষের জানালার কাঁচ ভেঙে যায়। ওই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাল্টা হামলা করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা সারেং হোটেলে গিয়ে ভাঙচুর করেন। পরে ত্রিশাল থানার পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে সারেং রেস্তোরাঁর ভাষ্য, শিক্ষার্থীরা ইফতারের শেষ সময়ে বেগুনি নিতে এসেছিলেন। দ্রুত ভাজার কারণে বেগুনিগুলো কিছুটা কম সেদ্ধ ছিল। এর জের ধরেই শিক্ষার্থীরা কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকাবাসী শিক্ষার্থীদের ওপর হামলা করেন। পরে শিক্ষার্থীরা রেস্তোরাঁ ভাঙচুর করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি প্রথম আলোকে বলেন, বেগুনির মান ভালো না থাকার জের ধরেই মূলত এ ঘটনা ঘটেছে। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আজ সকাল সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।