নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংশোধন হওয়া উচিত: রুহুল কুদ্দুস তালুকদার

নাটোরে জেলা ছাত্রদলের ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালুকদার। বুধবার বিকেলে শহরের কানাইখালীতেছবি: প্রথম আলো

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) বলেছেন, ‘অনির্বাচিত সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংশোধন হওয়া উচিত। অন্য পথে সংশোধন করতে গেলে ১৬ বছরের নিপীড়নকারী ফ্যাসিস্ট দলটি সুযোগ নিতে পারে। এতে আমাদের নিজেদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে।’

আজ বুধবার বিকেলে নাটোর শহরের কানাইখালীতে জেলা ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম।

সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার বলেন, সংবিধান সংশোধন করতে হলে সংসদে বসে নির্বাচিত সরকারের মাধ্যমেই করা উচিত। এরপরও যদি সংবিধান সংশোধন করা অনিবার্য হয়ে পড়ে তাহলে ফ্যাসিবাদবিরোধী সব দল-মতের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে যেতে হবে। তা না হলে প্রায় দুই হাজার প্রাণের বিনিময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে অর্জন তা প্রশ্নবিদ্ধ হতে পারে। দেশের মানুষের ওপরে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ যে হত্যা, গুম, খুন, নিপীড়ন চালিয়েছে, সেই খুনি হাসিনা ও তাঁর দলকে তাঁরা কোনোভাবেই আর কোনো সুযোগ দিতে পারেন না।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘১৯৭১ সালে যেমন এ দেশের ছাত্র-জনতা দেশের টানে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধ করেছে, ঠিক তেমনি ২০২৪ সালে এ দেশের ছাত্র-জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে রাজপথে নেমে নিজের প্রাণের বিনিময়ে ১৬ বছর ধরে দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া খুনি হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। এখন আমাদের শক্ত হাতে বুদ্ধিমত্তার সঙ্গে সব সিদ্ধান্ত নিতে হবে। নইলে পাশের দেশের সহযোগিতায় সেখানে বসে ষড়যন্ত্রে লিপ্ত স্বৈরাচারী হাসিনা সুযোগ নিয়ে অপচেষ্টা চালাবে। দেশকে পদে পদে অশান্ত করার অপচেষ্টা করবে।’

সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রবিউর রহমান, শহীদুল্লাহ সোহেল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম প্রমুখ বক্তব্য দেন।