খুলনার হরিজন কলোনিতে যুবককে কুপিয়ে হত্যা
খুলনা নগরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সবুজ হাওলাদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে সোনাডাঙ্গা থানার ময়লাপোতা হরিজন কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সবুজ হাওলাদার খুলনার বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া এলাকার বাসিন্দা। তিনি ওয়াসায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সবুজ হাওলাদার গতকাল রাতে খুলনা নগরের হরিজন কলোনিতে তাঁর বড় বোনের বাড়িতে বেড়াতে যান। কিছু সময় পর তিনি বাসা থেকে বের হলে পথে অজ্ঞাতনামা চার-পাঁচজন দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিতে হামলা চালান। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বুক ও পেটে আঘাত করেন। ঘটনার সময় সবুজের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে তাঁরা দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাতেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত কোনো বিষয়, পূর্বশত্রুতা বা ব্যক্তিগত কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করেন এই পুলিশ কর্মকর্তা।