মহাসড়কে বিকল ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে বিকল হওয়া ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন। আজ সোমবার ভোর পাঁচটার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মমিন ফকির (৩৮)। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার সিরাজকান্দি গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন চালকের সহকারী নূর মোহাম্মদের (৩০)। তাঁর বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার থানাপাড়া সিনেমা হল এলাকায়।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ভুট্টাবোঝাই একটি ট্রাক ঠাকুরগাঁও থেকে শ্রীমঙ্গল যাচ্ছিল। পথে শেরপুরে গিয়ে ট্রাকটি বিকল হয়ে যায়। পরে ট্রাকের চালক ও তাঁর সহকারী মহাসড়কের পাশে দাঁড় করানো ট্রাকটি মেরামতের জন্য ট্রাকের নিচে প্রবেশ করেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক বিকল ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে চালক মমিন ফকির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন তাঁর সহকারী নূর মোহাম্মদ।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বখতিয়ার উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বেলা দেড়টার দিকে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।