কুষ্টিয়া সীমান্ত দিয়ে তিন যুবকের ভারতে পালানোর চেষ্টা, ঠাঁই হলো কারাগারে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের দৌলতপুর থানায় সোপর্দের পর গতকাল শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার যুবকেরা হলেন নাটোর সদর উপজেলার চক বৈদ্যনাথ গ্রামের রাশেদুল ইসলাম (৩৭), উত্তর বড়গাছা জোলারপাড়া এলাকার রেজাউল ইসলাম (৩০) ও রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের আমিনুল ইসলাম ওরফে ডাবলু (৪২)। তাঁদের মধ্যে রাশেদুল ও রেজাউল নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম ওরফে শিমুলের ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রাশেদুলের বিরুদ্ধে হত্যা, নাশকতাসহ বেশ কয়েকটি মামলা আছে। রেজাউলের বিরুদ্ধে মাদক, মোটরসাইকেল চুরি, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা আছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নাশকতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগেও আলাদা মামলা আছে। অন্যদিকে আমিনুলের নামে আছে মাদকসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা।
কুষ্টিয়ার ৪৭-বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, শুক্রবার বেলা তিনটার দিকে দৌলতপুর উপজেলার উদয়নগর সীমান্ত এলাকার একটি বাড়িতে তিন যুবক অবস্থান করছেন বলে জানতে পারে বিজিবি। তাঁরা গোপনে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের জন্য অবস্থান করছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন বিজিবি সদস্যরা। পরে খোঁজখবর নিয়ে জানতে পারেন, তাঁরা বিভিন্ন মামলার পলাতক আসামি। আটকের পর তাঁদের বিজিবির কুষ্টিয়া সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। দৌলতপুর থানায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে মামলা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, শনিবার বিকেলে তিনজনকে আদালতের মাধ্যমে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া ৪৭-বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, দৌলতপুর সীমান্তপথ দিয়ে অবৈধভাবে পারাপার ঠেকাতে বর্তমানে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে। বিজিবির কঠোর নজরদারির এই কার্যক্রম অব্যাহত থাকবে।