নৌকার পক্ষে ভোট চাওয়ায় মহিলা ভাইস চেয়ারম্যানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের আশুগঞ্জ উপজেলায় ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানে প্রকাশ্যে নৌকার পক্ষে ভোট চাওয়ায় উপজেলা পরিষদের এক মহিলা ভাইস চেয়ারম্যানকে জরিমানা করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা শারমিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

আশুগঞ্জ উপজেলা পরিষদের ওই মহিলা ভাইস চেয়ারম্যানের নাম লিমা সুলতানা। তিনি উপজেলা মহিলা আওয়ামী যুবলীগের কর্মী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সকালে ১৬ ডিসেম্বর ও মহান বিজয় দিবস উপলক্ষে আশুগঞ্জ উপজেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংর্বধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহজাহান আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হানিফ মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা শারমিন, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ, মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা নৌকার প্রার্থী শাহজাহান আলমের পক্ষে ভোট চান।

ইউএনও এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক বলেন, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রকাশ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারমান লিমা সুলতানা নৌকা প্রতীকের পক্ষে ভোট চান। এভাবে ভোট চাওয়ায় তাঁকে তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা শারমিন । একই সঙ্গে ভবিষ্যতে যাতে এমন আচরণ না করেন, সে জন্য তাঁকে সতর্ক করা হয়।