নিহত সাকিব
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে টমটম উল্টে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার মোহাব্বত আলী পাড়ার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম মো. সাকিব (১১)। সে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী রঙ্গিয়াঘোনা এলাকার টোনা মিয়া সওদাগরের বাড়ির মোজাম্মেল হকের ছেলে। সে বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েকজন বন্ধুসহ সাকিব টমটম গাড়িতে উঠে। গাড়িটি মোড় ঘুরানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি উল্টে যায়। এতে সাকিব গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ শনিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন, সাকিবকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। গুরুতর আঘাতের কারণে রক্তক্ষরণে তার মৃত্যু হয়।