অটোরিকশা-বাসের সংঘর্ষ, মায়ের কোলেই মৃত্যু হলো শিশুর

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রাইসা মনি নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৬ জন। আজ বৃহস্পতিবার দুপুরে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রাইসা মনি রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আঁধার মানিক গ্রামের মো. এমরানের মেয়ে। আহত ব্যক্তিদের মধ্যে ১১ জন বাসের এবং বাকি ৫ জন অটোরিকশার চালক ও যাত্রী।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি অভ্যন্তরীণ একটি সড়ক থেকে মহাসড়কে উঠে উল্টো পথে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার সময় সিএনজিচালিত অটোরিকশার ভেতরে থাকা এক শিশুর মাথা থেঁতলে গিয়ে মৃত্যু হয়। ওই শিশু মায়ের কোলেই ছিল। শিশুটির মা সাহেদা আকতারও আহত হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেলোয়ার হোসেন আরও বলেন, আহত ব্যক্তিদের মধ্যে শিশুটির ভাই এবং নানিও রয়েছেন। সিএনজিচালিত অটোরিকশার চালকের অবস্থাও শঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে বলেও জানান ওসি দেলোয়ার হোসেন।