ভোট নৌকায় দিতে হবে, উল্টাপাল্টা করলে সোজা করে দেব: সংসদ সদস্য সরওয়ার

আ ক ম সরওয়ার জাহান

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান ওরফে বাদশাহ নৌকায় ভোট না দিলে সোজা করে দেওয়ার হুমকি দিয়েছেন। গতকাল সোমবার রাতে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া এলাকায় এক নির্বাচনী সভায় তিনি ভোটারদের উদ্দেশে এ সতর্কবাণী উচ্চারণ করেন।

সংসদ সদস্য সরওয়ার জাহান দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওকে সংসদ সদস্য সরওয়ার জাহানকে বলতে শোনা যায়, ‘আমি কে আপনারা জানেন। চেনেন এবং জানেন। আমি বেশি কথা বলব না। আমার এখানে যাঁরা আছেন, ভোট আমাকে দিতেই হবে, পরিষ্কার কথা। নৌকা মার্কায় আমাকে ভোট দিতেই হবে। এই অধিকার আমার আছে।’

সরওয়ার জাহান আরও বলেন, ‘যার মনে যা-ই থাকুক না কেন, যাঁর মনে যা-ই থাকুক না কেন, যা-ই নাচানাচি, গুঁতাগুঁতি করুক না কেন, মন স্থির করেন, নৌকা মার্কায় বাদশা-কে ভোট দিতেই হবে। উল্টাপাল্টা দু-একজন বকছেন, সোজা করে দেব কিন্তু। আজকের পরে যদি উল্টাপাল্টা কথা আর শুনি, সোজা করে দেব। এটা মনে রাইখেন।’