কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে উপকূলে অভিযান চালিয়ে ২১৪ জন রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ মঙ্গলবার দুপুরে সেন্ট মার্টিন দ্বীপ থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে সাগরে নৌবাহিনীর জাহাজ ‘দুর্জয়’ অভিযান চালিয়ে এফবি কুলসুমা নামের ট্রলারটি জব্দ করে।
বিকেলে ২১৪ রোহিঙ্গাসহ ট্রলারটি সেন্ট মার্টিন দ্বীপ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাছ ধরার ট্রলারে করে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় অবৈধভাবে পাঠানো হচ্ছিল। ট্রলারের ২১৪ যাত্রীর মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী ও ২৮টি শিশু রয়েছে। সবাই মিয়ানমারের রোহিঙ্গা। ৭ এপ্রিল দিবাগত রাত দুইটার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর সৈকত দিয়ে ট্রলারটি যাত্রা শুরু করে। আটক ২১৪ জন রোহিঙ্গাকে ওই সৈকত দিয়ে ট্রলারে তোলা হয়। এরপর ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপুল লোক বোঝাই ট্রলারটি গভীর বঙ্গোপসাগর দিয়ে যাত্রার সময় নৌবাহিনীর জাহাজ দুর্জয়ের নজরে পড়ে। এ সময় ট্রলারটির গতি রোধ করে রোহিঙ্গাসহ ট্রলারটি জব্দ করা হয়। ট্রলারটিতে জীবন রক্ষার ন্যূনতম সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষাব্যবস্থা ছিল না, যার ফলে গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় দেখা দিত। নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এ বিপর্যয় ঠেকানো সম্ভব হয়েছে।