বকেয়া বেতনের দাবিতে ভালুকায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ, যানজট

বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের সড়ক অবরোধ। মঙ্গলবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া এলাকায়ছবি: প্রথম আলো

বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার জামিরদিয়া এলাকায় সড়ক অবরোধ করেন আকবর কটন মিলের শ্রমিকেরা।

শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, বিকেল পৌনে চারটার দিকে জামিরদিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় দিকে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। খবর পেয়ে শিল্প ও থানা-পুলিশ ঘটনাস্থলে আসে। তারা মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের কাল বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক ছেড়ে দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, জামিরদিয়া এলাকার আকবর কটন মিলে নারী ও পুরুষ মিলে ৭০০ জনের মতো শ্রমিক কাজ করেন। শ্রমিকেরা জানুয়ারি মাসের বেতন এখনো পাননি। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার বেতন দেওয়ার দিন ঠিক করেও বেতন দেয়নি। সর্বশেষ ২২ ফেব্রুয়ারি বেতন দেওয়ার দিন ছিল। কিন্তু ওই দিনও বেতন না দেওয়ায় আজ পৌনে চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।

নাম প্রকাশ না করে কয়েকজন শ্রমিক প্রথম আলোকে বলেন, আকবর কটন কারখানার তিনটি সেকশনে তাঁরা ৭০০ শ্রমিক কাজ করেন। জানুয়ারি মাসের বকেয়া বেতন তাঁরা এখনো পাননি। কয়েকবার তারিখ দিয়েও কর্তৃপক্ষ বেতন দেয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা মহাসড়কে নামতে বাধ্য হয়েছেন।

শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার মিজানুর রহমান মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা কাল (বুধবার) শ্রমিকদের বকেয়া বেতন দেবেন বলে জানিয়েছে। শ্রমিকদের বিষয়টি জানালে তাঁরা মহাসড়ক ছেড়ে দেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।