জালালাবাদ গ্যাস ফিল্ডে রক্ষণাবেক্ষণ কাজে আগুনের শিখা দেখে আতঙ্কিত না হওয়ার আহ্বান

সিলেট জেলার মানচিত্র

যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি শেভরনের আওতাধীন সিলেটের জালালাবাদ গ্যাস ফিল্ডে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ জন্য আজ রোববার থেকে গ্যাস কূপে আগুনের শিখা দেখা দিতে পারে। এতে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে শেভরন কর্তৃপক্ষ। আজ রোববার বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শেভরন বাংলাদেশের ফিল্ড করপোরেট অ্যাফেয়ার্স ব্যবস্থাপক ইমাম হাসান।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সিলেটের লাক্কাতুরায় শেভরন বাংলাদেশ জালালাবাদ গ্যাস ফিল্ডে নিয়মিত গ্যাস কূপ রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রোববার বিকেল থেকে অগ্নি প্রজ্বালনব্যবস্থা চলমান থাকবে। গ্যাস কূপসংলগ্ন এলাকার জনগণ ও পরিবেশ নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে আশপাশে জনসমাগম পরিহার করে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

শেভরন বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, গ্যাস ফিল্ডে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে ‘ওয়ার্ক ওভার অ্যাকটিভিটিস’ করা হবে। এতে ফিল্ডে কিছুটা শব্দ এবং কূপে আগুনের শিখা কিছুটা ঊর্ধ্বমুখী থাকতে পারে। রোববার বিকেল থেকে এমনটি হতে পারে। এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য বলা হচ্ছে। এর আগে ২৪ মার্চ গ্যাস কূপে রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে এমন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

২০২১ সালে শেভরনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য কূপে আগুনের শিখা দেখা দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়েছিল।