বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনে শিক্ষকদের বাধা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দিয়েছেন শিক্ষকেরাছবি: প্রথম আলো

প্রক্টরের নেতৃত্বে কিছু শিক্ষকের বাধার কারণে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে যেতে পারেননি। তাই তাঁরা ক্যাম্পাসেই বিক্ষোভ করেছেন বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শহরের মডার্ন মোড়ে বিক্ষোভ–সমাবেশ ও অবস্থান কর্মসূচি ছিল।

প্রত্যক্ষদর্শী ও কোটাবিরোধী শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা সাড়ে তিনটা থেকে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের দক্ষিণ ফটকের পাশে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। বিকেল সাড়ে চারটার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মডার্ন মোড়ের দিকে যেতে চাইলে প্রথম ফটকে যাওয়ার আগে কৃষ্ণচূড়া সড়কে প্রক্টর শরিফুল ইসলামের নেতৃত্বে কয়েকজন শিক্ষক বাধা দেন।

এ সময় ক্যাম্পাসে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ঘণ্টাব্যাপী কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, কিন্তু শিক্ষকদের বাধার কারণে তাঁরা ক্যাম্পাসের বাইরে যেতে পারেননি। এমন পরিস্থিতিতে ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়ার নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বাইরে যাওয়ার চেষ্টা করলে প্রথমে ফটকে বাধা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের কিছুটা ধাক্কাধাক্কিও হয়েছে। এর বেশি কিছু হয়নি। তাঁদের বোঝানোর পর তাঁরা মিছিল শেষ করে চলে যান।

ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছি। এ পর্যন্তই আমার চেষ্টা ছিল।’

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক পুলিশ মোতায়েন থাকলেও কোনো সহিংস ঘটনা ঘটেনি।