যশোর ও পাবনায় ডেঙ্গু বাড়ছে

হাসপাতালে ডেঙ্গু রোগী
ফাইল ছবি প্রথম আলো

ঢাকার বাইরে কক্সবাজার ছাড়াও পাবনা ও যশোর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর এসব জেলার সরকারি হাসপাতালে পৃথক ডেঙ্গু ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা প্রথম আলোকে এ কথা জানিয়েছে।

এদিকে দ্বিতীয় দিনের মতো সারা দেশের হাসপাতালে ভর্তি নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা ৮৫০ ছাড়াল। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালগুলোতে মোট ৮৫৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ সংখ্যা এ বছরের সর্বোচ্চ। এর আগের ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছিল ৮৫৫ জন।

আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডেঙ্গুতে মৃত্যুও বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৬।

ডেঙ্গুতে এ বছর এ পর্যন্ত মোট ২৬ হাজার ৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে। এসব হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৬ হাজার ৯০২।

ঢাকার পর এ বছর ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেছে কক্সবাজার জেলায়। কক্সবাজার জেলায় এ পর্যন্ত ১ হাজার ৪২৬ জন রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মারা গেছে ২১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, কক্সবাজারে আক্রান্ত ও মৃত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যাই বেশি।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তারা জানিয়েছেন, যশোর ও পাবনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। অধিদপ্তর যে তথ্য দিয়েছে তাতে দেখা যায়, যশোর জেলায় এ পর্যন্ত ৪৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে পাবনা জেলায় ভর্তি হয়েছে ৪৫১ জন।

পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে একটি সভা হয়েছে। সভায় অংশ নেওয়া একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ঢাকা ও ঢাকার বাইরের কয়েকটি জেলায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার বিষয়টি সভায় প্রাধান্য পায়। যশোর ও পাবনা প্রকোপ কেন বাড়ছে, তা নিয়েও আলোচনা হয়েছে। ঢাকার বাইরে যেসব জেলায় প্রকোপ বাড়ছে, সেসব জেলার সরকারি হাসপাতালে পৃথক ডেঙ্গু ওয়ার্ড খোলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়েছে।