স্থানীয় ইউপি সদস্য মো. হারুন মল্লিক জানান, তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পারেন, সন্দেহভাজন একজন গাঁজা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। তিনি দেরি না করে নারিকেলতলায় ছুটে যান এবং নারিকেলতলায় গিয়ে সেখানে ছোট সেতুর কাছে তাঁদের তল্লাশি করেন। ওই সময় তাঁদের কাছ থেকে ১৯ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

পরে মোংলা থানা–পুলিশকে খবর দিলে তারা এসে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা করা হবে।