বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে বাসচাপায় প্রাণ গেল নবদম্পতির

নিহত নবদম্পতি আসিফ ও তানজিমছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় এক নবদম্পতি নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারীকে ধরতে পারেনি পুলিশ।

নিহত নবদম্পতির নাম মো. আসিফ (২৫) ও তানজিম (২১)। আসিফের বাড়ি কালিয়াকৈর উপজেলার বড়ইতলা এলাকায়। তাঁর বাবার নাম মো. মোজাম্মেল হক। তিন মাস আগে আসিফ ও তানজিম বিয়ে করেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গতকাল রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকায় গিয়েছিলেন আসিফ ও তানজিম। বিয়ের দাওয়াত খেয়ে রাতে তাঁরা কালিয়াকৈরে নিজেদের বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় টাঙ্গাইলগামী ‘মাহী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। বাসচাপায় দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, রাস্তা পার হওয়ার সময় যাত্রাবাহী বাসটি হঠাৎ ওই নবদম্পতিকে চাপা দেয়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে তাঁরা মারা যান। ঘটনার পরপরই বাসটি তাঁরা জব্দ করেন। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাঁদের ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।