দাউদকান্দিতে নৌকা প্রার্থীর সমর্থক এক আইনজীবীকে পিটিয়ে জখম

পিটুনি
প্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নৌকা প্রার্থীর সমর্থক এক আইনজীবীকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বাজারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই আইনজীবীর দাবি, স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা তাঁকে পিটিয়ে জখম করেছেন।

আহত আইনজীবীর নাম এনামুল হক (৪২)। তিনি বাজারখোলা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত এনামুল হক বলেন, তিনি বাড়ি থেকে এক কিলোমিটার দূরে শ্রীরায়েরচর উচ্চবিদ্যালয়ের কাছে ব্যক্তিগত কাজে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসানের অন্তত ৫০ জন কর্মী-সমর্থক এসে লোহার পাইপ দিয়ে তাঁকে পিটিয়ে জখম করে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহিদা ফারজানা বলেন, আহত আইনজীবীর শরীরে জখম রয়েছে। তবে তিনি রক্তাক্ত হননি।

এদিকে আহত আইনজীবী এনামুল হককে শনিবার রাত নয়টার দিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান কুমিল্লা-১ (দাউদকান্দি ও তিতাস) আসনের নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী আবদুস সবুর।

এ ঘটনার বিষয়ে স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসানের ব্যক্তিগত সহকারী আবদুস সালাম বলেন, নাঈম হাসান শনিবার দিনভর উপজেলায় নির্বাচন প্রশিক্ষণ কর্মকর্তাদের সঙ্গেই ছিলেন। মারামারির বিষয়টি তাঁদের জানা নেই।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ব্রিলটন ঘোষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে আহত আইনজীবী এনামুল হকের খোঁজ খবর নেন। তিনি জানান, এনামুল হক নৌকা প্রতীকের সমর্থক।