চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টায় উপজেলার সর্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম আহত হয়েছেন। এ ঘটনায় আটজনকে আসামি করে থানায় মামলা করেছেন এই পুলিশ কর্মকর্তা। রাতেই ওই গ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সর্দারকান্দি গ্রামের মো. ইউনুস (৩০) ও জাকির হোসেন (২৫)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সর্দারকান্দি গ্রামের মো. নাসির, মো. বশির, মো. ইউনুস, জাকির হোসেনসহ আরও কয়েকজন ব্যক্তি গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সেবন ও বেচাকেনা করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় রামদা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। পরে পুলিশের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় এসআই সাইফুল আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সহকর্মীরা।
সূত্র জানায়, ঘটনার পর এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে পুলিশকে হেনস্তা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নাসির, বশির, ইউনুস, জাকিরসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০–১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। রাতেই ওই গ্রাম থেকে ইউনুস ও জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।