মাদারীপুরে মহাসড়ক অবরোধ করে ইজিবাইকচালকদের বিক্ষোভ

মাদারীপুরে পাঁচ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইজিবাইকচালকেরা। বৃহস্পতিবার বেলা ১১টায় মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কেছবি: প্রথম আলো

মাদারীপুরে বাস মালিক সমিতির চেকপোস্ট অপসারণসহ পাঁচ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইজিবাইকচালকেরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খাগদী বাসস্ট্যান্ড থেকে মাদারীপুর পুরোনো বাসস্ট্যান্ড পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করা হয়।

পরে পরিবহনশ্রমিকেরাও মহাসড়ক বন্ধ করে দেন। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে জেলা প্রশাসনের মধ্যস্থতায় অবরোধ তুলে নেন ইজিবাইকচালকেরা।

আন্দোলনকারী ব্যক্তিরা জানান, চাঁদাবাজি বন্ধ, শহরে নির্বিঘ্নে ইজিবাইক চলাচলসহ চেকপোস্টে থাকা লোকজনের হামলা, ইজিবাইক ভাঙচুর, আটক করা ইজিবাইক ফেরত দেওয়াসহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন ইজিবাইকচালকেরা। পরে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন। এতে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আন্দোলনকারীদের দাবি আদায়ে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেওয়া হয়।

ইজিবাইকচালক শাহাদত হাওলাদার বলেন, মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড ও উকিল বাড়ির চেকপোস্টে বাসমালিক সমিতির শ্রমিকদের অত্যাচারে তাঁরা অতিষ্ঠ। তাঁরা কথায় কথায় গাড়ি ভাঙচুরসহ টায়ার ছিদ্র করে দেন। তাঁরা রোগী নিয়েও শহরে ঢুকতে দেন না। ওই চেকপোস্ট অপসারণের জোর দাবি জানান তাঁরা।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, ইজিবাইকচালকেরা প্রথমে রাস্তা অবরোধ করেন। পরে পরিবহনশ্রমিকেরাও রাস্তা বন্ধ করে রাখেন। তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। কিছুক্ষণের জন্য মূল সড়কে যানজট হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।