সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় পড়ে শ্রমিক নিহত

চট্টগ্রাম জেলা মানচিত্র

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের ওপর থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. হারুনুর রশিদ (৩৯)। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

হারুনুর রশিদ কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সদর গ্রামের বাসিন্দা। তিনি চৌধুরীঘাটা এলাকায় স্টাফ টগি গ্রিল শিপ ব্রেকিং ইয়ার্ড নামের একটি জাহাজভাঙা কারখানার শ্রমিক ছিলেন।

পুলিশ জানায়, হারুনুর রশিদ স্ক্র্যাপ জাহাজের ওপর থেকে জাহাজটি কাটছিলেন। এ সময় তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ প্রথম আলোকে বলেন, নিহত ওই শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে স্থানান্তর করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা লাশ নিতে এসেছেন। তবে পাঁচলাইশ থানা থেকে বার্তা পাঠানোর পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।