সিলেটে ২৭ ঘণ্টায় ২৯৬ মিলিমিটার বৃষ্টি, বিদ্যুৎহীন সাড়ে ৩ লাখ গ্রাহক

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গতকাল সোমবার দিনভর দমকা হাওয়ার সঙ্গে ছিল বৃষ্টির দাপট। বাতাস ও বৃষ্টির মধ্যে রিকশা চালাচ্ছিলেন এক চালক। গতকাল দুপুরে সিলেট শাহজালাল সেতুতেছবি: আনিস মাহমুদ

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সিলেটে গতকাল সোমবার সকাল থেকে বৃষ্টি ঝরছে। গতকাল সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৭ ঘণ্টায় সিলেটে ২৯৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে বিদ্যুতের তার এবং খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সিলেট নগরসহ পুরো বিভাগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রায় সাড়ে তিন লাখ গ্রাহক গতকাল রাত থেকে বিদ্যুৎহীন আছেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সিলেট বিভাগে গ্রাহক আছেন প্রায় সাড়ে ৭ লাখ। এর মধ্যে গতকাল রাত থেকে আজ বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় আছেন প্রায় সাড়ে তিন লাখ গ্রাহক। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে হওয়া ঝড়ে বিদ্যুৎ সরবরাহের তার ও খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামতের চেষ্টা চলছে। আজ বিকেলের আগে ক্ষতিগ্রস্ত এসব সরঞ্জাম মেরামত করা সম্ভব নয়।

মোহাম্মদ আবদুল কাদির বলেন, আজ সকাল ১০টার হিসাব অনুযায়ী সিলেট বিভাগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রাহকদের চাহিদা ছিল ১৯৫ মেগাওয়াট। এর মধ্যে বিদ্যুতের সরবরাহ ছিল ৭৫ মেগাওয়াট।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে নিম্নচাপ সিলেটে অবস্থান করছিল। এ কারণে বৃষ্টিপাত ও ঝড়ের পরিমাণ বেড়ে গিয়েছিল।