চাঁদা না পেয়ে প্রধান শিক্ষকের ওপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমানের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সাতক্ষীরা-আশাশুনি সড়ক অবরোধ করেছবি: প্রথম আলো

চাঁদা না পেয়ে সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমানের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার পুরোনো সাতক্ষীরার ছয়আনি মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাতক্ষীরা-আশাশুনি সড়ক অবরোধ করে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানায়।

আজ সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সাতক্ষীরা-আশাশুনি সড়ক অবরোধ করে। এতে দুই পাশে যানবাহন আটকে দীর্ঘ যানজটের দৃষ্টি হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ জানান, আজ প্রধান শিক্ষক মোমিনুর রহমান তাঁর সাতক্ষীরা শহরের বাসা থেকে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে ছয়আনি মোড় এলাকায় তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়।

এ বিষয়ে প্রধান শিক্ষক মোমিনুর রহমান জানান, ব্রহ্মরাজপুর গ্রামের বাহারুল ইসলাম, মো. রিপন, মো. ইউনুস, মো. শাহিনসহ কয়েকজন তাঁর কাছে মাসখানেক ধরে চাঁদা দাবি করে আসছিলেন। কিন্তু চাঁদা না দেওয়ায় তাঁরা আজ তাঁর ওপর হামলা চালিয়েছেন। তিনি সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, তিনি শিক্ষকের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। ওই অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।