শ্যামনগরে বিএনপির নতুন কমিটি নিয়ে উত্তেজনা, পদবঞ্চিতদের মিছিল থেকে হামলার অভিযোগ

প্রত্যাশিত পদ না পাওয়া নেতা–কর্মীদের বিক্ষোভ মিছিল থেকে নবগঠিত কমিটির নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে। আজ সোমবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে কৃষক দলের কার্যালয়ের সামনেছবি: প্রথম আলো

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর আজ সোমবার বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনের একাংশের নেতা–কর্মীরা। এই মিছিল থেকে নতুন কমিটির নেতাদের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, গতকাল বিকেলে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী ও সদস্যসচিব আব্দুল আলিম স্বাক্ষরিত এক চিঠিতে সোলায়মান কবিরকে আহ্বায়ক ও গোলাম আলমগীরকে সদস্যসচিব করে ৪৩ সদস্যবিশিষ্ট শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া শেখ লিয়াকত আলীকে আহ্বায়ক ও মো. শামছুজ্জোহাকে সদস্যসচিব করে ৩৩ সদস্যের পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি শ্যামনগরে প্রচার হওয়ার পরপরই একটি পক্ষ বিক্ষুব্ধ হয়ে পড়ে।

স্থানীয় লোকজন জানান, শ্যামনগর উপজেলা বিএনপিতে প্রত্যাশিত পদ না পাওয়া জহুরুল হক, আশেক-ই-এলাহি, আজিবর রহমান ও পদবঞ্চিত সামাদ ঢালী, আমজাদ হোসেনের নেতৃত্বে আজ দুপুর ১২টার দিকে শ্যামনগর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শ্যামনগর বাসস্ট্যান্ডের কৃষক দলের কার্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় কার্যালয়ের সামনে বসে থাকা পৌর বিএনপির নবগঠিত কমিটির সদস্যসচিব মো. শামছুজ্জোহা, যুগ্ম আহ্বায়ক আবু হানিফ ও উপজেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপি কর্মী হাফিজুর রহমান, খোকন ও পলাশের ওপর মিছিল থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলাকারীরা পরে মুক্তিযোদ্ধা সড়কের উপজেলা পরিষদের সামনে সাবেক বিএনপি নেতা আকবর আলীকে মারধর করেন।

পৌর বিএনপির সদস্যসচিব মো. শামছুজ্জোহা বলেন, তাঁরা শ্যামনগর বাসস্ট্যান্ডে কৃষক দলের অফিসের সামনে বসে ছিলেন। এ সময় নবগঠিত পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জহুরুল হকের নেতৃত্বে শতাধিক বিএনপির নেতা–কর্মী ও সমর্থক দেশি অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করেন। এ সময় তিনিসহ কয়েকজন আহত হন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাকির হোসেন জানান, আকবর আলীকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে নবগঠিত পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল হক বলেন, প্রত্যাশিত পদ না পাওয়া ও পদবঞ্চিতরা পৌর বিএনপি ও উপজেলা বিএনপির নবগঠিত কমিটি বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শান্তিপূর্ণভাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। কারও ওপর হামলা ও মারধর করা হয়নি।