গরু চড়াতে গিয়ে নদীর পানিতে তলিয়ে নিখোঁজ, ৭ ঘণ্টা পর লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

বাড়ি থেকে গরু নিয়ে চড়াতে বেরিয়েছিলেন বৃদ্ধ আবদুর রব (৬০)। পথে গরু নিয়ে নদী পার হতে গিয়ে তলিয়ে যান তিনি। এ সময় কয়েকজন প্রত্যক্ষদর্শী বিষয়টি বুঝতে পেরে আবদুর রবকে খোঁজাখুঁজি শুরু করেন। তবে দীর্ঘসময় চেষ্টার পরও আবদুর রবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে প্রায় সাত ঘণ্টা পর সুরমা নদী থেকে আবদুর রবের লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সুরমা নদীর কানাইঘাট মমতাজগঞ্জ বাজার এলাকায় নিখোঁজ হয়েছিলেন আবদুর রব। পরে বিকেল সাড়ে চারটার দিকে নক্তির গ্রাম এলাকায় সুরমা নদীর পানিতে ভেসে ওঠে তাঁর লাশ। নিহত আবদুর রব কানাইঘাট উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউপির দর্পনগর পশ্চিম গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় প্রতিদিনই সুরমা নদী পাড়ি দিয়ে আবদুর রব গরু চড়াতে যেতেন। গতকাল সকালেও তিনি গরু নিয়ে কানাইঘাটের মমতাজগঞ্জ বাজারসংলগ্ন সুরমা নদী পার হয়ে যাচ্ছিলেন। তবে এ সময় গরুগুলো নদী পার হয়ে গেলেও তিনি নদীর পানিতে তলিয়ে যান। এ সময় আশপাশে থাকা লোকজন বিষয়টি বুঝতে পেরে আবদুর রবের পরিবারের সদস্যদের খবর দিয়ে নদীতে তল্লাশি শুরু করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও সুরমা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। পরে বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার নক্তিপাড়া গ্রামসংলগ্ন এলাকায় আবদুর রবের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে কানাইঘাট থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আবদুর রবের লাশ উদ্ধার করে।

সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, নিহত আবদুর রবের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ নেই।

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

এদিকে গতকাল রাত সাড়ে আটটার দিকে মাসুদা বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কানাইঘাট উপজেলার নারাইনপুর গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী। গতকাল রাতে বাড়ির রান্নাঘরের ঝুলন্ত অবস্থায় মাসুদার লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত মাসুদার লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে আছে।

ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।