বাজিতপুরে ‘কিশোরগঞ্জ এক্সপ্রেসের’ দুটি বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জ জেলার মানচিত্র

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনের কাছে আজ রোববার দুপুরে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার কারণে বেলা দুইটার পর থেকে ঢাকা-ময়মনসিংহ ভায়া ভৈরব এবং ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে সরাসরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে অসংখ্য যাত্রী দুর্ভোগ পোহাচ্ছেন।

ভৈরব রেলওয়ে সূত্র জানায়, বেলা পৌনে দুইটার দিকে সরারচর স্টেশনে ঢাকাগামী আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতি দেয়। এমন সময় কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেসটি ট্রেন সরারচর স্টেশনে প্রবেশের সিগন্যাল পায়। ট্রেনটি স্টেশনের প্রবেশর আগে বিকট শব্দে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এই সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে।

লাইনচ্যুত হওয়ার কারণে এগারসিন্ধুর ট্রেনটি আর গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটিও বিলম্বিত হচ্ছে। আরও কয়েকটি লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। এদিকে আখাউড়া থেকে রওনা হওয়া উদ্ধারকারী ট্রেনটি বিকেল ৫টায় দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. ইউসুফ বলেন, উদ্ধারকারী ট্রেনটি ৪টা ৪০ মিনিটে ভৈরব এসে পৌঁছেছে। দুর্ঘটনাস্থলে যেতে ঘণ্টাখানেক সময় লাগবে। এরপর উদ্ধারকাজ শুরু হবে। সুতরাং কখন থেকে লাইন ট্রেন চলাচলের উপযোগী হবে—নিশ্চিত করে বলা যাচ্ছে না। উদ্ধারকাজ তদারকি এবং দুর্ঘটনার কারণ জানতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরারচরের দিকে রওনা হয়েছেন।