রাজশাহীতে তথ্যপ্রযুক্তি আইনে একজনের সাত বছরের কারাদণ্ড
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলার এক আসামিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত। এ সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. মোমিনুল ইসলাম ওরফে চঞ্চল। তাঁর বাড়ি নগরের বোয়ালিয়া থানার মোন্নাফের মোড় এলাকায়। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, আসামি মোমিনুল ইসলাম ভুয়া ফেসবুক আইডি থেকে মামলার বাদী ও তাঁর কর্মস্থলের ছবি ব্যবহার করে তাঁর সম্পর্কে বাজে মন্তব্য লিখে স্ট্যাটাস দেন। এমনকি তাঁর আত্মীয়স্বজনের ফোনে খারাপ ছবি ও অশালীন কথা লিখে পাঠাতে থাকেন। ২০১৭ সালের এপ্রিলে বাদী এ ঘটনায় নগরের রাজপাড়া থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করেন। ২০১৭ সালের ২ মে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে তিনি জামিনে মুক্ত ছিলেন।
সরকারি কৌঁসুলি ইসমত আরা জানান, তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি পুলিশ অভিযোগপত্র দাখিল করে। রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন-২০১৬–এর ৫৭(১) ধারার অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই তাঁকে আইনের ৫৭(২) ধারামতে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর জরিমানার টাকা ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী পাবেন।