জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ব্যবস্থাপক শওকত ওসমান ব‌লেন, এম‌ভি এভার চ্যাম্পিয়ন নামের জাহাজ‌টি ১ হাজার ৪১১ দশমিক ৬২৯১ মেট্রিক টন মালামাল নি‌য়ে মোংলা বন্দরের ৮ নম্বর জে‌টি‌তে এসে ভেড়ে। জাহাজ‌টি ৭ মার্চ ভিয়েতনামের হাই ফং বন্দর থে‌কে মোংলা বন্দরের উদ্দেশে ছে‌ড়ে আসে। জাহাজ থেকে মাল খালাসের কার্যক্রম চলছে। দুই দিনের মধ্যে মাল খালাস শেষে নৌপথে সেগুলো যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

এর আগে ৫ মার্চ রেলসেতুটির মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে আসে হাইডং-৯ নামের এক‌টি জাহাজ। জাহাজটি‌তে ১৭১টি প্যাকেজে ১ হাজার ৫৫৬ মেট্রিক টন মেশিনারি মালামাল আসে। সেগুলোও ইতিমধ্যে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।