ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত সকাল ৯টায়
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে তাবলিগের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়ের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আজ রোববার সকাল ৯টায়। এ উপলক্ষে তুরাগতীরের ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় ঢল নেমেছে মানুষের। ইজতেমার মাঠে জায়গা না পেয়ে তাদের অনেকে রাত থেকেই অবস্থান নিয়েছে মাঠ সংলগ্ন বিভিন্ন সড়ক-মহাসড়কে।
মাওলানা জোবায়ের অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান প্রথম আলোকে বলেন, ‘মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম ও খতিব মাওলানা জোবায়ের। মোনাজাতে অংশ নিতে এরই মধ্যে ইজতেমা মাঠের দিকে আসছেন অসংখ্য মুসল্লি।’
এর আগে ফজরের নামাজের পর ভারতের মাওলানা আবদুর রহমানের হেদায়েতি বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তৃতীয় দিন বা শেষ দিনের ইজতেমা। এরপর নসিহতমূলক কথা বলবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এরপর সকাল ৯টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মোনাজাতে অংশ নিতে গতকাল শনিবার দুপুরের পর থেকেই টঙ্গীর ইজতেমা মাঠের দিকে আসতে থাকেন সাধারণ মুসল্লিরা। তাদের অধিকাংশই রাজধানী ঢাকা ও তার আশপাশের জেলার। দুপুরের পর থেকেই তাঁরা ইজতেমা মাঠের দিকে আসতে থাকেন। আজ জায়গা পাবেন না—এমন ভাবনায় গতকাল রাত থেকেই তাঁরা অবস্থা নেন ইজতেমার মাঠসংলগ্ন বিভিন্ন সড়ক-মহাসড়কে।
আজ রোববার সকাল সাড়ে ৬টায় সরেজমিন দেখা যায়, টঙ্গীর ইজতেমা মাঠসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মিলগেট থেকে আবদুল্লাহপুর, রাজধানী ঢাকার কামারপাড়া-টঙ্গীর মন্নুগেট সড়ক এবং ঢাকা-আশুলিয়া সড়কের আবদুল্লাহপুর থেকে কামারপাড়া পর্যন্ত পুরো এলাকায় প্রচুর মানুষ। সড়কের পাশের ঢালু জায়গা ও ফুটপাতে কাগজ, পাটি বিছিয়ে অবস্থান করছেন তাঁরা। কেউ কেউ দল বেঁধে হাঁটছেন সড়কে। পুরুষ মুসল্লির সঙ্গে নারীরাও এসেছেন বিভিন্ন এলাকা থেকে। জায়গা না পেয়ে তাঁরাও অবস্থান করছিলেন সড়কে। সবাই অপেক্ষা করছেন আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য।
বিগত বছরগুলোতে তাবলিগের দুই পক্ষ মাওলানা জোবায়ের ও সাদ কান্ধলভীর অনুসারীরা দুই পর্বে আলাদাভাবে ইজতেমা করতেন। তবে এবারই প্রথম মাওলানা জোবায়েরের অনুসারীরা দুই ধাপে ইজতেমা করবেন। এর মধ্যে আজ রোববার আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম ধাপ। এ ধাপে অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লি। এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এরপর আগামীকাল সোমবার থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। আর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা পালনের কথা আছে।