মাগুরায় ৯ কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা, পক্ষে-বিপক্ষে মিছিল
মাগুরায় ৯টি কলেজে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পক্ষে-বিপক্ষে মিছিল হয়েছে। গতকাল রোববার মহম্মদপুর ও শালিখা উপজেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এরপর এটিকে একপক্ষীয় দাবি করে রোববার রাতেই মহম্মদপুরে বিক্ষোভ মিছিল করেন এক পক্ষের নেতা-কর্মীরা।
আজ সোমবার সকালে আবারও মহম্মদপুরে একটি পক্ষ বিক্ষোভ মিছিল করে। অন্যদিকে নতুন কমিটিতে নাম আসা ব্যক্তিদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে মহম্মদপুরের ছাত্রদলের আরেকটি পক্ষ।
ঘোষিত ওই কমিটিগুলো হচ্ছে মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজ, নহাটা আইডিয়াল কলেজিয়েট স্কুল, বাবুখালী আদর্শ ডিগ্রি কলেজ, বিনোদপুর ডিগ্রি কলেজ, সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজ এবং শালিখার বুনাগাতি ডিগ্রি কলেজ, সরকারি বিহারী লাল শিকদার ডিগ্রি কলেজ, হাজরাহাটি সম্মিলনী ডিগ্রি কলেজ ও আড়পাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষর করে এসব কমিটির অনুমোদন দিয়েছেন। সবাইকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের নেতারা জানান, এর মধ্যে মহম্মদপুরের আমিনুর রহমান ডিগ্রি কলেজ ও শালিখার আড়পাড়া ডিগ্রি কলেজে আগে ছাত্রদলের কমিটি ছিল। বাকি সাতটি কলেজে প্রথমবারের মতো বিএনপির এই অঙ্গসংগঠনের কমিটি গঠন করা হলো।
ছাত্রদলের নেতারা জানান, রোববার দুপুরে কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর রাতে মহম্মদপুরে এর প্রতিবাদে মশালমিছিল করে একটি পক্ষ। মহম্মদপুর উপজেলা সদরে সোমবার সকালেও বিক্ষোভ মিছিল করে পক্ষটি। এ সময় তাঁদের ‘অবৈধ কমিটি মানি না, মানবো না’, ‘পকেট কমিটি মানি না, মানবো না’, ‘পকেট কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
মিছিলে নেতৃত্ব দেওয়া নেতাদের একজন আমিনুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক ইব্রাহীম সর্দার শাকিল প্রথম আলোকে বলেন, ‘এটা একপক্ষীয় ও পকেট কমিটি হয়েছে। এখানে আন্দোলন সংগ্রামের ত্যাগী ছাত্রনেতাদের বঞ্চিত করে উল্টো ওই সময়ে নিষ্ক্রিয় ব্যক্তিদের হাতে নেতৃত্ব দেওয়া হয়েছে। অনেকে একই সঙ্গে দুটি ইউনিটে শীর্ষ পদে রয়েছেন। বিবাহিত কয়েকজনকে কমিটিতে পদ দেওয়া হয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় আমাদের কমিটি যে বিলুপ্ত করা হচ্ছে, সেটিও আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি।’
অন্যদিকে সোমবার বেলা সাড়ে ১১টায় মহম্মদপুর সদরে আনন্দমিছিল করে আমিনুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে পদ পাওয়া নেতাদের অনুসারীরা। পদ পাওয়া নেতাদের সবাইকে ফুলের মালা পরিয়ে তাঁদের সামনে রেখে বাজারে মিছিল করে তাঁরা। নতুন কমিটিতে সভাপতির পদ পাওয়া মো. শামিম শিকদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘একটা কলেজে ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী অনেকেই থাকেন। কেউ কেউ হয়তো প্রত্যাশা অনুযায়ী পদ পাননি; তাই তাঁরা এটাকে বিতর্কিত করার চেষ্টা করছেন। এখানে যাঁদের পদ দেওয়া হয়েছে, তাঁরা সবাই যোগ্য।’ কমিটিতে বিবাহিত কেউ জায়গা পাননি বলেও জানান ওই ছাত্রনেতা।
নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে মাগুরা জেলা ছাত্রদলের কোনো কমিটি নেই। মেয়াদোত্তীর্ণ বলে গত বছরের ২১ আগস্ট জেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এরপর থেকে বিলুপ্ত কমিটির নেতারা অনানুষ্ঠানিকভাবে দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। রোববার ঘোষিত ৯টি কলেজের কমিটি গঠনের জন্য কেন্দ্র থেকে ছাত্রদলের কয়েকজন নেতাকে দিয়ে একটি দল গঠন করে দেওয়া হয়েছিল বলে জানা গেছে। তাঁদের একজন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আনোয়ার পারভেজ সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা কয়েক দফা মাগুরায় গিয়েছি। সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই–বাছাই ও সবার সঙ্গে আলোচনা করে, সব পক্ষের ভারসাম্য করে কমিটির প্রস্তাব করেছি। এটাকে পকেট কমিটি বলার সুযোগ নেই।’