শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্যালক-ভগ্নিপতির মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

শেরপুরের নকলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্যালক-ভগ্নিপতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার গনপদ্দী ইউনিয়নের আদমপুর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন আদমপুর পশ্চিমপাড়া এলাকার তোফাজ্জল হোসেন (৫০) ও খোকা মিয়া (৪০)। খোকা মিয়া তোফাজ্জল হোসেনের চাচাতো শ্যালক।

গণপদ্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামছুর রহমান আজ রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে আজ সকাল ১০টার দিকে তাঁদের লাশ আদমপুর পশ্চিমপাড়া এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে খোকা মিয়া বৈদ্যুতিক মোটর দিয়ে তাঁর নতুন ঘরের দেয়ালে পানি দেন। এরপর মোটরটি খোলার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। এ সময় খোকা মিয়ার চাচাতো বোনের স্বামী তোফাজ্জল হোসেন তাঁকে (খোকা) উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মো. মামুনুর রশিদ দুজনকেই মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের মিয়া প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মৃত খোকা মিয়ার স্ত্রী মোছা. জাহানারা বাদী হয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই গতকাল রাতে তাঁদের লাশ হস্তান্তর করা হয়।