অটোরিকশার ওপর ভেঙে পড়ল গাছ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বড় একটি গাছ অটোরিকশার ওপর ভেঙে পড়ে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাউজানের চট্টগ্রাম তাপবিদ্যুৎকেন্দ্রের সামনে
ছবি: প্রথম আলো

অতিবৃষ্টিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে চলন্ত অটোরিকশার ওপর একটি আকাশমণিগাছ ভেঙে পড়েছে। এতে চালকসহ দুজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের তাপবিদ্যুৎকেন্দ্রের সামনে সড়কের পাশের বড় একটি আকাশমণিগাছ ভেঙে পড়ে। এ ঘটনায় সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বেলা ১১টার দিকে গাছটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।

ঘটনার পর রাউজান থানা-পুলিশ ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একদল কর্মী এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আকাশমণিগাছটি কেটে সড়ক থেকে সরিয়ে নেন। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রায় ২৫ বছর বয়সী গাছটি ভেঙে পড়ায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। অটোরিকশার যাত্রী ও চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আবুল কাসেম নামে এক বাসচালক প্রথম আলোকে বলেন, সকাল ১০টায় তাঁর চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে পৌঁছানোর কথা। যানজটে আটকা পড়ে বেলা ১১টা পর্যন্ত বাস নিয়ে সড়কেই দাঁড়িয়ে ছিলেন।

রাঙ্গুনিয়ার একটি স্কুলে শিক্ষকতা করেন মনির হোসেন। তিনি বলেন, সকাল ১০টার আগে তাঁর স্কুলে পৌঁছানোর কথা। কিন্তু দুর্ঘটনার কারণে পথেই আটকে ছিলেন এক ঘণ্টা।

এ বিষয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয় (চুয়েট) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মুহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ঘটনার পর তাঁরা গিয়ে আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে রাঙ্গুনিয়া থেকে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিয়ে আনা হয়। দুর্ঘটনার কারণে কাপ্তাই সড়কে প্রায় দেড় ঘণ্টা চট্টগ্রাম ও কাপ্তাইগামী শত শত গাড়ি দুই পাশে আটকা পড়ে।