ঝিনাইদহে সাংবাদিককে মারধর, পরে বাড়িঘরে হামলা

হামলায় আহত সাংবাদিক সাদ্দাম হোসেন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন
ছবি: প্রথম আলো

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাংবাদিক সাদ্দাম হোসেনকে বেধড়ক মারধরের পর তাঁর বাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। স্বজনদের দাবি, আগের শত্রুতার জেরে বিপ্লব হোসেন নামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীরা সাদ্দাম হোসেনকে পেটান। পরে তাঁর বাড়িঘরে হামলা করে হুমকি দিয়ে চলে যান তাঁরা।

আহত সাদ্দাম হোসেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর ঝিনাইদহ জেলা প্রতিনিধি। তিনি উপজেলার গাড়াগঞ্জ এলাকার জামাল উদ্দিনের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে সাদ্দাম হোসেন বাড়ি ফিরছিলেন। গাড়াগঞ্জ বাজারে পৌঁছালে ওই এলাকার বিপ্লব হোসেন ও ফিরোজ হোসেন নামের দুজন সাদ্দাম হোসেনের ওপর হামলা করেন। তাঁরা সাদ্দামকে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে সাদ্দামের স্বজনেরা এসে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এ হামলার পর রাতেই আবার তাঁরা সাদ্দাম হোসেনের বাড়িতেও হামলা চালান এবং হুমকি দেন।

আহত সাদ্দামের বাবা জামাল উদ্দিন বলেন, ২০২২ সালের প্রথম দিকে সাদ্দাম হোসেনকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করেন গাড়াগঞ্জ এলাকার বিপ্লব হোসেন নামের এক বখাটে। পরে একই বছরের জুলাই মাসে গোয়েন্দা পুলিশ বিপ্লব হোসেনকে শনাক্ত করে আটক করে। পরে ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি। এ ঘটনায় ক্ষুব্ধ ছিলেন বিপ্লব হোসেন। সেই শত্রুতার জেরেই গতকাল রাতে দলবল নিয়ে তিনি এ হামলা চালিয়েছেন।

সাংবাদিক সাদ্দামের ওপর হামলার ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজীব হাসানসহ জেলায় কর্মরত সাংবাদিকেরা।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।