যশোর শহর ১১ ঘণ্টা ধরে বিদ্যুৎ–বিচ্ছিন্ন

যশোর জেলার মানচিত্র

যশোর শহর ১১ ঘণ্টা ধরে বিদ্যুৎ–বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ঝোড়ো ও দমকা বাতাসের কারণে গতকাল রোববার রাত ১২টা থেকে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুতের দেখা মেলেনি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাত ১০টার পর থেকে যশোর শহরের বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাস বইতে শুরু করে। রাত ১২টার দিকে বাতাসের গতিবেগ বাড়লে গোটা শহরে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর রাত গড়িয়ে সকাল হলেও বিদ্যুতের দেখা মিলছে না।

শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা ও শিক্ষক অমল কান্তি বিশ্বাস বলেন, ‘অন্তত ১১ ঘণ্টা ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় আছি। মুঠোফোনে চার্জ নেই। শৌচাগারে জল নেই। পানির মোটর চালানো যাচ্ছে না। খুব দুর্ভোগে পড়েছি।’

শহরতলির কিসমত নওয়াপাড়া গ্রামের বাসিন্দা নূর ইসলাম বলেন, ‘আমার বাড়ির পাশে প্রচুর গাছপালা রয়েছে। কোনো গাছের একটা ডালও ভেঙে পড়তে দেখলাম না। অথচ একটু হাওয়ায় ১১ ঘণ্টা ধরে বিদ্যুৎ–বিচ্ছিন্ন অবস্থায় আছি। এভাবে বিদ্যুৎ বিভাগ চলতে পারে না।’

এ বিষয়ে জানতে চাইলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার বলেন, ‘রাতে ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। সকাল থেকে মেরামতের কাজ চলছে। কিছু এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।’

আরও পড়ুন