চন্দনাইশে চশমাপরা হনুমান উদ্ধার, পাঠানো হবে চিড়িয়াখানায়

চট্টগ্রামের চন্দনাইশে উদ্ধার হওয়া বিরল প্রজাতির চশমাপরা হনুমান
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে এস আলম পরিবহনের যাত্রীবাহী বাস থেকে বিরল প্রজাতির একটি চশমাপরা হনুমান উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া পেট্রলপাম্পের সামনে এ অভিযান চালানো হয়।

এ সময় পাচারকাজে জড়িত অভিযোগে বাসের চালক মো. জসিম উদ্দীনকে (৩৫) বন্য প্রাণী সংরক্ষণ ও পাচার আইনে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি কক্সবাজারের চকরিয়া পৌরসভার এলাকার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চন্দনাইশের সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক।

জিমরান মোহাম্মদ সায়েক প্রথম আলোকে বলেন, বন্য প্রাণীটি উদ্ধারের পর চট্টগ্রাম চিড়িয়াখানার চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, এর নাম চশমাপরা হনুমান। এ ধরনের প্রজাতি বাংলাদেশে খুব কম দেখা যায়। মূলত ভারত ও মিয়ানমারে পাওয়া যায় এই হনুমান। ধারণা করা হচ্ছে, চালক এটি মিয়ানমার থেকে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। হনুমানটি দ্রুতই চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আলম পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে ব্যাটারি বাক্সের ভেতর থেকে হনুমানটি উদ্ধার করে পুলিশ। এটির মূল্য প্রায় এক লাখ টাকা। হনুমানটি জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।