আনোয়ারায় আগুনে দগ্ধ ৫ জন, পুড়ে গেছে ১৮টি ঘর

চট্টগ্রামের আনোয়ারায় ঘরে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় আগুনে পুড়ে যায় ১৮টি ঘর।

দগ্ধ ৫ জন হলেন—মো. জামাল (৪০), তাঁর তিন সন্তান নিহা (১৫), তানিয়া (৫) ও হাসান (১০), জামালের ভাই হেলাল (৩৫)।

স্থানীয় লোকজন বলেন, প্রতিদিনের মতো জামাল তাঁর ঘরে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিকে ঘুম ভেঙে আগুন দেখে দিশাহারা হয়ে পড়েন তাঁরা। মুহূর্তে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে যায় পাশাপাশি ১৮টি ঘর। ঘর থেকে বের হতে গিয়ে জামাল ও তাঁর পরিবারের সদস্যরা দগ্ধ হন। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মং সইনু মারমা বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। তার আগেই আগুন ছড়িয়ে ঘরগুলো পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।’

স্থানীয় রায়পুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ ইসহাক বলেন, আগুনে ১৮টি পরিবারের ঘর পুড়ে গেছে। এর মধ্যে একটি পরিবারের ৯০ হাজার টাকাও পুড়ে গেছে। আগুনে অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।