মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জিয়া উদ্দিন সুমন (২৭)। তিনি উপজেলার কুমিরা ইউনিয়নের বড় কুমিরা এলাকার বাসিন্দা।

আহত দুই মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন প্রথম আলোকে বলেন, শনিবার ঈদের দিন হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল করছে একেবারেই কম। এতে অনেক গাড়ি বেপরোয়া গতিতে চলছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাইসাইকেল আরোহী জিয়া উদ্দিন মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে জিয়া উদ্দিন মারা যান। নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।