রাজবাড়ীতে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাকে মারধর, বিএনপির ৬ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও এক কর্মচারীকে মারধর ও লাঞ্ছনার অভিযোগে বিএনপির ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী তাঁদের আটক করে এবং পরে সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, কর্মী রুহুল আমিন, বাচ্চু বিশ্বাস, মামুন শিকদার, ফরিদ হোসেন ও শিশির করিম।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মামলাসংক্রান্ত শুনানির সময় অভিযুক্ত ব্যক্তিরা কার্যালয়ে অনধিকার প্রবেশ করেন। এরপর সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, অফিস সহকারী সবুজ হোসেনসহ অন্যান্য কর্মচারীর ওপর চড়াও হয়ে মারধর ও লাঞ্ছনা করেন তাঁরা। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে জানতে অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বাদী হয়ে ওই ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।