ফরিদপুরে সড়কে পড়ে ছিল তরুণের লাশ

লাশের প্রতীকী ছবি

ফরিদপুরে সামিউল শেখ ওরফে মো. মিন্টু (২০) নামের এক তরুণের লাশ পড়ে ছিল সড়কের ওপরে। পরে এলাকাবাসী জাতীয় সেবা নম্বর ৯৯৯–এ খবর দিলে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ লাশটি উদ্ধার করে।  

আজ রোববার সকাল ৭টার দিকে ফরিদপুর সদরের ডোমরাকান্দী নামক বদরপুর-সালথা সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

সামিউল ফরিদপুরের সালথা উপজেলার সাধুহাটি এলাকার আইয়ুব শেখের ছেলে। নিহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এলাকাবাসী।
পুলিশ জানায়, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি রাস্তার ওপরে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত গাড়ি তাঁকে চাপা দিয়েছে। মরদেহের পাশেই তাঁর মানিব্যাগ পাওয়া যায়। তবে এটি হত্যা, নাকি সড়ক দুর্ঘটনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জব্বার বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি রাস্তার ওপরে পড়ে থাকতে দেখি। তবে যেভাবে পড়ে ছিল, তাতে মনে হয়েছে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।’

এসআই জব্বার বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মাথায় আঘাত রয়েছে উল্লেখ করে এসআই আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ওই তরুণ ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যেতে পারেন। তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।