ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত ৩

দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা। আজ বৃহস্পতিবার সকালেছবি-সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালি আপন ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আবদুল হান্নান (৩৪)। তিনি অটোরিকশাচালক। তাঁর বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের বনগ্রাম সাবস্টেশন এলাকায়।
আহত ব্যক্তিরা হলেন তাজ উদ্দিন আহমেদ (৪০), মোফাচ্ছের হোসেন চৌধুরী (৩০) ও মো. মিনার (৩২)। তাঁরা তিনজনই অটোরিকশার যাত্রী।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাঙ্গুনিয়ার মরিয়মনগর বাজারে মাছ সরবরাহ করে ট্রাকটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। অন্যদিকে যাত্রী নিয়ে উপজেলার রোয়াজারহাটে যাচ্ছিল বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটি। যানবাহন দুটি ইছাখালি আপন ক্লাবের সামনে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালকসহ অটোরিকশায় থাকা চারজন আহত হন। পরে আহত অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অটোরিকশার চালক হান্নানকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে ট্রাকচালককে পাওয়া যায়নি। দুর্ঘটনাটির বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।