রংপুরে আলোকচিত্রীকে ডেকে এনে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ২

গ্রেপ্তারপ্রতীকী ছবি

রংপুরে পেশাদার একজন আলোকচিত্রীকে গুরুতর আঘাতের পর তাঁর ক্যামেরা, নগদ টাকাসহ পালিয়ে যাওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে নগরীর সেন্ট্রাল রোডে পুলিশের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুর নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি মুক্তারপাড়া এলাকার সাঈদ হোসেন (১৯) এবং নগরের ২৬ নম্বর ওয়ার্ডের নুরপুর এলাকার সীমান্ত আহমেদ (২০)। এ সময় ছিনতাই হওয়া ক্যামেরা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২১ ফেব্রুয়ারি দুপুরে অভিযুক্ত সাঈদ আহমেদ বোনের বিয়ের ছবি তোলার কথা বলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাঁশহাটি তালজাঙ্গা এলাকার পেশাদার আলোকচিত্রী বিল্লাল হোসেনকে (২৫) ডেকে আনেন। পরে নগরীর বড়বাড়ির সিংগীমারী এলাকার একটি বাগানবাড়িতে ভিডিওর কথা বলে সাঈদ ও তাঁর বন্ধু সীমান্ত মিলে আলোকচিত্রী বিল্লালকে ছুরিকাঘাত করেন। রক্তাক্ত অবস্থায় বিল্লাল হোসেনকে মৃত ভেবে প্রায় দেড় লাখ টাকা দামের ক্যামেরা ও নগদ ছয় হাজার টাকা নিয়ে পালিয়ে যান তাঁরা। তাঁরা দুজনে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বন্ধুর বাড়িতে আত্মগোপন করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে বৃহস্পতিবার সকালে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

এ ঘটনায় ভুক্তভোগীর চাচাতো ভাই মোনায়েম খান বাদী হয়ে গতকাল রংপুর কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে গাইবান্ধার সাদুল্যাপুর থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ভুক্তভোগীর চিকিৎসা এবং অন্য বিষয়গুলো পুলিশের পক্ষ থেকে গুরুত্বসহকারে দেখা হচ্ছে।