শ্রীপুরে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাড়িতে লাশ আনার পর বসে কাঁদছিলেন তাঁর মেয়ে। গতকাল সোমবার দুপুরে শ্রীপুরের গাড়ারণ গ্রামেছবি: নিহতের এক স্বজনের কাছ থেকে সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গাছে উঠে জাম পাড়তে গিয়ে পড়ে আবদুল মান্নান (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মান্নানের ঘরের পেছনেই একটি জামগাছ আছে। গাছে লম্বা বাঁশ জড়িয়ে সেটি বেয়ে প্রায় ৩০ ফুট উঁচুতে উঠে জাম পাড়ছিলেন তিনি। একপর্যায়ে একটি জামের ডাল ধরে অন্য একটি ডালের নাগাল পাওয়ার চেষ্টা করছিলেন। হঠাৎ ডাল ভেঙে গাছের পাশেই ছোট কাঁঠালগাছের ডালে পড়ে যান তিনি। কাঁঠালগাছের ডাল আঁকড়ে ধরে টিকে থাকার চেষ্টা করেও শেষ পর্যন্ত তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর দেখে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নেওয়ার পরামর্শ দেন। অন্য হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, আবদুল মান্নানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাঁকে অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।