শ্রীপুরে ছাত্রলীগ নেতার মামলায় বিএনপির ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে বিস্ফোরকদ্রব্য আইনে এক ছাত্রলীগ নেতার করা মামলায় উপজেলা বিএনপির ছয় নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের সবাইকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও বিএনপির দলীয় সূত্র জানায়, গত মঙ্গলবার বিস্ফোরকদ্রব্য আইনে শ্রীপুর থানায় মামলাটি করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহাবুব হাসান। মামলায় আসামির তালিকায় ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি আরও ২০ থেকে ২৫ জন।

গ্রেপ্তার আসামিদের মধ্যে আছেন, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম–আহ্বায়ক মো. জাকির, পৌর বিএনপির ২ নং ওয়ার্ড সদস্য দুলাল মোল্লা, শ্রীপুর থানা বিএনপির সদস্য ও গাজীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য নূর-এ-আলম, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ইব্রাহীম, গোসিংগা ইউনিয়ন বিএনপির সদস্য রফিকুল ইসলাম, শ্রীপুর পৌর শ্রমিক দল কর্মী মোকলেস ব্যাপারি।

মামলা ও গ্রেপ্তার বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশকে সামনে রেখে ভিত্তিহীন মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপির আন্দোলন সংগ্রাম দেখে আওয়ামী লীগ সরকার ভয় পাচ্ছে। তাই তাঁরা মামলা-হামলার ভয় দেখিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে।

তবে মামলার বাদী ছাত্রলীগ নেতা মাহবুব হাসান আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা আমার ও আমার সঙ্গীদের ওপর হামলা চালায়। ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কয়েকজন নেতা–কর্মী আহত হন। মামলার বেশ কয়েকজন আসামি গ্রেপ্তার হয়েছে। হামলাকারীরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছে। এই ঘটনায় আমি বাদী হয়ে মামলা করেছি।’