মিথ্যা তথ্য ছড়ানোর জন্য তাদের মুখেই চুনকালি পড়বে: ভারত প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডেছবি: প্রথম আলো

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কোনো উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘ওরা বাগ্‌যুদ্ধ করে যাচ্ছে, আমরা সত্য ঘটনা প্রকাশের মাধ্যমে এর প্রতিবাদ করে যাব। এই মিথ্যা তথ্য ছড়ানোর জন্য একসময় তাদের মুখেই চুনকালি পড়বে। বিশ্ব মিডিয়া এসব গ্রহণ করবে না।’

আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথাগুলো বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই। সীমান্ত পরিস্থিতি অন্যান্য সময়ের মতোই স্বাভাবিক। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। অন্য দেশের প্রতি এমন জঘন্য প্রচার কেবল ভারতীয় মিডিয়াই করতে পারে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাওয়া প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। সে জন্য বোধ হয় তিনি ওনার দেশে শান্তিরক্ষী চাইতে গিয়ে ভুলে বাংলাদেশ বলে ফেলেছেন।’

সরকার যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, এর মাধ্যমে দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘গত ৫ আগস্টের পর যে পরিস্থিতি তৈরি হলো, এখন তো তার চেয়ে উন্নতি হয়েছে। আমরা যখন সবাই একসঙ্গে হব, সেটা অবশ্যই একটি ইতিবাচক প্রভাব পড়বে। তার জন্য সময় দিতে হবে।’

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকের সংখ্যা ৫৪ হাজার ৩৪৮। ভবিষ্যতে এ সংখ্যা ৬৫ হাজারে উন্নীত করা হবে। সব দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা সর্বদা তৎপর থা‌কেন। দেশ ও জাতির স্বার্থে ফায়ার সার্ভিস সব সময় প্রস্তুত আছে।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।