কানে সোনার দুল নেই, পড়ে ছিল বৃদ্ধার লাশ

লাশপ্রতীকী ছবি

বাড়ি থেকে যাওয়ার সময় মালেকা বেগমের কানে সোনার দুল ছিল। রাতে ফেরেননি। সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে ভুট্টাখেতে তাঁর লাশ পাওয়া যায়। কিন্তু সোনার দুল পাওয়া যায়নি। রাজশাহীর বাঘা উপজেলার বেনুপুর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

মালেকা বেগমের বয়স প্রায় ৬০। বাড়ি বাউসা ইউনিয়নের বেনুপুর গ্রামে। আগের দিন শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পর স্বজনেরা তাঁকে না পেয়ে থানায় খবর দেন। পুলিশ জানায়, মুখে কাটা দাগ, বাঁ কান ছেঁড়া ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।

মালেকার ভাতিজা আবদুল জলিল বলেন, ৩০ থেকে ৩৫ বছর আগে স্বামীর সঙ্গে মালেকা বেগমের ছাড়াছাড়ি হয়। উপজেলার আড়ানি বেড়েরবাড়ি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে থাকতেন। তাঁর সংসার চলত ভিক্ষার টাকায়। শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে বিকেলে ফিরে আসেন। সন্ধ্যার পর আবার বের হন। পরে আর ফিরে আসেননি। তাঁর গলায় সোনার চেন ও কানের দুল ছিল। তাঁর দাবি, কেউ হয়তো স্বর্ণালংকার ছিনিয়ে নিতে তাঁকে হত্যা করেছে।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।